‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

বিনোদন ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৬:৩২
শেয়ার :
‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন এই গায়ক। অংশ নিচ্ছেন একাধিক স্টেজ শোতে। প্রায় দুই মাসের এই সফরে বেশ ক’টি স্টেজ শোতে অংশ নিবেন তিনি।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই বেশ সক্রিয় ছিলেন তিনি। আন্দোলন চলাকালে তিনি তার ছেলেকে নিয়ে ছিলেন রাজপথেও। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে সমর্থন দেন। তবে সে সময় সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।

গেল ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে নুরকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানাচ্ছেন।

পরদিন আসিফ তার ফেসবুক পোস্টে ক্ষমতাসীন নেতাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

আসিফ তার পোস্টে কারো নাম উল্লেখ না করলেও ভক্ত-অনুরাগীদের অনেকেই ধরেই নিয়েছেন, আসিফ মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন।