তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৩:১৬
শেয়ার :
তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বির মৃত্যু

বাংলাদেশ তাবলীগ জামাত (সাদপন্থীদের) শীর্ষ মুরুব্বী, কাকরাইল মসজিদের আহলে শুরা ও বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম মাওলানা মোশাররফ হোসেন মারা গেছেন।

আজ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাতের (সাদ পন্থীদের) মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ মাগরিবের নামাজের পর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তাবলীগের মারকাজ মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’ 

তিনি জানান, মাওলানা মোশারফ হোসেন তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সারাদুনিয়া ভ্রমন করেছেন। তিনি বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করতেন। তিনি প্রতি ইজতেমায় আসর-ফজরসহ বিভিন্ন নামাজের পরে মূল বয়ান করতেন।

এদিকে তাবলীগ জামাতের (সাদ পন্থীদের) আমীর মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তাবলীগ জামাতের বাংলাদেশের প্রবীন মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন।