সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে‌: জোনায়েদ সাকি

সাভার প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ১৬:২৫
শেয়ার :
সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে‌: জোনায়েদ সাকি

সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে‌ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন ক্লান্তিলগ্নে রয়েছে বাংলাদেশ। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ব্যবস্থাপনা পরিপূর্ণভাবে উচ্ছেদ করা যায়নি। বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থ। সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। যা গ্রহণযোগ্য হবে না।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘সংস্কার এবং বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নির্বাচন। তাই নির্বাচনের অপরিহার্যতা সকলকে মিলে উপলব্ধি এবং রক্ষা করতে হবে। নচেৎ দেশকে গণতন্ত্রে উত্তরায়ণ করা যাবে না। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও যে ব্যবস্থাপনার বদল হবে না সেটা আমরা আগেও বলেছি। যে সরকারি এবং সাংবিধানিক কাঠামো একটি সরকারকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করে তার যদি বদল আমরা না করি তাহলে সকল অর্জন ধুলোয় মিশে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, এতো ত্যাগ এবং শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনা ভূলুণ্ঠিত হবে।’

জোনায়েদ সাকি বলেন,‘৭২ এর সংবিধান এক ব্যক্তি কেন্দ্রিক। স্বৈরাচারী কাঠামোর ধারক। সে সংবিধানকে ধারণ করেই একের পর এক স্বৈরাচারী সরকার জাতির ওপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এত মানুষের প্রাণ বিসর্জন এবং নারকীয় গণ হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করছে। সংস্কার এবং নির্বাচনের যে তৎপরতা সেটাও নানাভাবে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।

এর আগে দলটির পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়সহ কেন্দ্রীয় নেতারা।