পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
পল্লী সঞ্চয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী।
ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এ কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।
আরও পড়ুন:
৩০০ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বুনিয়াদি প্রশিক্ষণ ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে দারিদ্য বিমোচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পল্লী সঞ্চয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে।
আরও পড়ুন:
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার