আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই: ফয়জুল করীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ২৩:০০
শেয়ার :
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই: ফয়জুল করীম

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই। দুই দল একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্যে তেমন কোনো পার্থক্য নেই। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালমুখী রাজনীতির দিকেই যাচ্ছে।’

চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা করেছে। বিএনপিও একই কাজ করছে। শুধু হাত বদল হয়েছে, চাঁদাবাজি কমেনি। এখন বিএনপি নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছে, যেখানে অন্তত দুই শতাধিক প্রাণহানি ঘটেছে।’

দুই দলের দলীয় প্রতীকের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির প্রতীকে ভেজাল ও ধোঁকাবাজি রয়েছে।’

আলোচনা সভায় ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।