জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের ছাত্র শেখ সাদী হাসান ও ৪৯ ব্যাচের ছাত্রী তানজিলা হোসাইন বৈশাখী।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এই প্যানেলটি ঘোষণা করেন। ২৫ সদস্যের প্যানেলটিতে সাধারণ সম্পাদকসহ (জিএস) ৭টি পদে থাকছেন নারী প্রার্থী।
ছাত্রদলের এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মীর মশাররফ হল শাখা ছাত্রদলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের ছাত্র মো. শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ নম্বর ছাত্রী হলের সভাপতি ও সরকার ও রাজনীতি ৪৯ ব্যাচের ছাত্রী তানজিলা হোসাইন বৈশাখী, ছেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাজ্জাদুল ইসলাম ও মেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আঞ্জুমান আরা ইকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন পদে তাওহিদুর রহমান খাঁন, ছেলে সহ-সমাজসেবা সম্পাদক পদে শাকিল সর্দার, মেয়ে সহ-সমাজসেবা সম্পাদক পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, ছেলে সহ-ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমিন সুইট, মেয়ে সহ-ক্রীড়া সম্পাদক পদে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম, মেয়ে কার্যকরী সদস্য পদে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা ও শায়লা সাবরীন নিঝুম এবং ছেলে কার্যকরী সদস্য পদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ.এম রাফিদুল্লাহ প্রতিদ্বন্দ্বীতা করবেন।
জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেওয়ায় আমি খুব আনন্দিত। আশা করি এ পদে নির্বাচিত হয়ে আমি শিক্ষার্থীদের জন্য বহুমুখী কাজ করতে পারব।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!