মুস্তাফা মনোয়ারের জন্মদিনে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ১৩:৪৮
শেয়ার :
মুস্তাফা মনোয়ারের জন্মদিনে বিশেষ আয়োজন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জন্মদিন আগামী ১ সেপ্টেম্বর। এদিন ৯০ শেষ করে ৯১ বছরে পা রাখবেন গুণী এই মানুষটি। গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সৃষ্টিশীল জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ‘অভিনয়ে হাতেখড়ি’, ‘অ্যাক্টরস স্টুডিও’ এবং ‘বটতলা’ নাট্যদল দিনব্যাপী শিশুতোষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাপেট শো, নাটক ও কর্মশালা।

বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সকাল ৯টায় ‘আঁকিবুকি কর্মশালা’ (শিশুদের নিয়ে জন্মদিনের কার্ড প্রস্তুত)। সকাল ১০টায় ‘পাপেট শো’ (ইনভেন্টরস পাপেট ও টুগেদার উই ক্যান)। বেলা ১১টায় নাট্য ‘বন্যথেরিয়াম’ নাটকের প্রদর্শনী করবে বটতলা। এ ছাড়া বহিরাঙ্গনে শিশুতোষ বইয়ের সম্ভার নিয়ে আসবে ‘ইকরিমিকরি’।

এদিকে, বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে বিশেষ আয়োজন। এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত। সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি অবলম্বনে ‘বন্যথেরিয়াম’ শিশুতোষ নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।

নাটকে দেখা যাবে, প্রাণীবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশনের মূল দায়িত্ব বন আর বন্যপ্রাণী গবেষণা, সংরক্ষণ এবং তা বৃদ্ধিতে কাজ করা হলেও এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পাওয়া মাত্র তা ধরে নিয়ে আসা হয় কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়।

এরই মাঝে আরও অদ্ভুত বন্যপ্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাই; সে নিজেও একজন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৃতিপ্রেমী। চন্দ্রখাইয়ের কাছে প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের অদ্ভুত অভিযানের কাহিনি শুনে হারু আর মিস হুক্কি রোমাঞ্চিত হতে থাকে। নতুন ব্যবসার ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে ভেবে উৎফুল্লও হতে থাকে। তখন তারা অক্সিজেন, খাদ্যচক্র আর পরবর্তী প্রজন্মের কথা ভুলে স্বপ্ন দেখতে শুরু করে সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফা লাভের। আর চন্দ্রখাইও গল্পের ছলে পৌঁছাতে থাকে তার চূড়ান্ত উদ্দেশ্যে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

এতে অভিনয় করবেন, মাহবুব মাসুম, মোহাম্মদ আলী হায়দার, সুমিত তেওয়ারি রানা, আশরাফুল ইসলাম অশ্রু, তৌফিক হাসান ভূঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, জয়নব হাসার ইথার, জেঈরান জুহী, লোচন পলাশ, সবুজ সরকার, কাজী রোকসানা রুমা, শাহাদাৎ হোসেন, আফনান রহমান, অন্তু চন্দ্র নাথ, ফিরোজ শেখ, মনিরা খাতুন সৃষ্টি, নাফিদ, মুন, সৃজন ও রাজু।