জাকসু নির্বাচন: ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে ভিপি প্রার্থী

জাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ২১:৫৬
শেয়ার :
জাকসু নির্বাচন: ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে ভিপি প্রার্থী

জাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী রাব্বী হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার দাবিতে অনশনে বসেছেন রাব্বী হোসেন নামের এক শিক্ষার্থী। তিনি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচনে সর্বকনিষ্ঠ সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী।

আজ বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তিনি। রাব্বি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

রাব্বি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তা কার্যকর করতে কোনো পদক্ষেপ নেয়নি। ডোপ টেস্ট শুধু একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি অপরিহার্য শর্ত।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন নেতৃত্ব চাই, যারা শারীরিকভাবে সুস্থ এবং মূল্যবোধসম্পন্ন।’

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের অবস্থান জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার উপাচার্যের। আমরা কিছু বলতে পারছি না।’

দায় অস্বীকার করে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের। আমার কিছু বলার এখতিয়ার নেই।’