‘বর্তমান সময়ের রাজনীতি আমাদের সত্যিকারের পরিচয় তুলে ধরছে’
গেল বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকটাই টালমাটাল ছিল দেশ। এরপর দেশের হাল ধরেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তবুও যেন কিছু একটার কমতি রয়ে গেছে। ঢাকা যেন এখনো দাবির শহর।
গতকাল মঙ্গলবারও তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শাহবাগ। আর রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। তিন দফার সেই দাবিতে আজ বুধবারও কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
এদিকে বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ কিংবা মানববন্ধন প্রতিনিয়তই চলছে দেশজুড়ে। আর সেসব আন্দোলন জমিয়ে তুলছে নানা স্লোগান। মাঝে মধ্যে কিছু স্লোগান থেকে ভেসে আসে অশ্লীল ভাষা। আন্দোলনে এ ধরনের ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেমার প্রযোজক, অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একজন তরুণীর মুখে এমন নির্লজ্জ ভাষা সর্বসম্মুখে বের হতে পারে, স্লোগান দিতে পারে বিশ্বাস করতে কষ্ট হয়। সেটা আবার আপলোড করেছে, এটা যেন এক দেহ ব্যবসায়ীর বা উন্মাদ কারো উচ্চারণ। বর্তমান সময়ের রাজনীতি আমাদের সকলের সত্যিকারের পরিচয় তুলে ধরছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট