‘নতুনভাবে আমাকে আবিষ্কার করবেন’
জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আধুনিক গান ও সিনেমায় দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি যে সুরের অবদান রেখে গেছেন, তা আজও মানুষের হৃদয়ে অনুরণিত হয়। গুণী এই শিল্পীর বহুমাত্রিক জীবন, সৃষ্টিকর্ম ও সংগীত ভ্রমণকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ তথ্যচিত্র ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’।
চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ তথ্যচিত্রটি নির্মাণ, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ নির্মাণকে ঘিরে গতকাল মঙ্গলবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে তথ্যচিত্রের কিছু অংশ প্রদর্শিত হলে শিল্পী সাবিনা ইয়াসমিন নিজেও উপস্থিত থেকে অভিভূত হন।
তিনি বলেন, ‘সিরাজ ভাই এত সুন্দরভাবে এটি তৈরি করেছেন, তা কল্পনাও করিনি। দর্শক-শ্রোতারা এখানে একেবারে নতুনভাবে আমাকে আবিষ্কার করবেন।’
গায়িকা আরও বলেন, ‘অনুভূতিতো আসলে প্রকাশ করতে পারছি না। কী ভাষায় প্রকাশ করব, তাও বুঝতে পারছি না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এটি প্রচার হবে। এর আগের দিন, ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিন পা রাখবেন জীবনের ৭২তম বছরে। মূলত, শিল্পীর জন্মদিনকে ঘিরেই তথ্যচিত্রটি প্রচারের উদ্যোগ নেওয়া।
তথ্যচিত্রে তার শৈশব, কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ, বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, রাজনৈতিক বাস্তবতা, শিল্পীজীবনের সংগ্রাম ও সাফল্য সবকিছু উঠে এসেছে। কীভাবে দিলশাদ থেকে বাংলা গানের কোকিল হয়ে ওঠেন, তা নিয়েও আছে বিস্তৃত বর্ণনা। পাশাপাশি সিনেমায় তার গানে ঠোঁট মেলানো অভিনেত্রীদের অভিজ্ঞতা, সুরকার-গীতিকারদের গল্প এবং সংগীতাঙ্গনের অজানা অনেক তথ্য তুলে ধরা হয়েছে।
আরও একটি বিশেষ দিক হলো- এ প্রজন্মের শিল্পীরা সরাসরি তার সামনে গেয়েছেন তার নির্বাচিত গান। কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের বিপুল ভাণ্ডার থেকে বাছাই করা ১২টি গান।
শাইখ সিরাজ বলেন, ‘সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে ১৫ হাজার গান থেকে মাত্র ১২টি নির্বাচন করা সহজ কাজ ছিল না। তবে এই অল্পতেই দর্শক তার শিল্পীজীবনের গভীরতা টের পাবেন। এতে এমন অনেক তথ্য আছে, যা আগে কখনও প্রকাশ পায়নি।’