কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে যেসব বিষয় খেয়াল রাখা দরকার

ডা. মো. ছায়েদুল হক
২৬ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে যেসব বিষয় খেয়াল রাখা দরকার

চোখের সমস্যার কারণে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার দিন দিন বাড়ছেই। দৃষ্টিশক্তিজনিত দুর্বলতায় চশমার বিকল্প হিসেবে এই লেন্স ব্যবহৃত হয়। এটি সাধারণত পলিমিথাইল ইথা ক্রাইলেট বা সিলিকন হাইড্রোজেল উপাদানে তৈরি। কন্ট্যাক্ট লেন্স আকারে চোখের কালো অংশের চেয়ে সামান্য বড় হয়। এর বক্রতা এমনভাবে নির্ধারিত হয়, যাতে কর্নিয়ার ওপর বসালে তা স্বাভাবিকভাবেই চোখের উপরিভাগের বক্রতার সঙ্গে মিশে যায়। ফলে বাইরে থেকে কন্ট্যাক্ট লেন্সের উপস্থিতি বোঝা যায় না এবং ব্যবহারকারীরও তেমন কোনো অস্বস্তি অনুভূত হয় না। তবে এর ব্যবহার অত্যন্ত যত্ন ও সচেতনতার সঙ্গে করা উচিত।

ধরন ও ব্যবহারবিধি অনুযায়ী কন্ট্যাক্ট লেন্স প্রধানত দুই ধরনের- সফট লেন্স এবং রিজিড গ্যাস পারমিয়েবল (RGP) লেন্স। সফট লেন্স সাধারণত প্লাস্টিকজাতীয় উপাদানে তৈরি হয় এবং এটি আরামদায়ক হলেও সহজেই জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে। অপরদিকে রিজিড লেন্স অধিকদিন ব্যবহারযোগ্য হলেও চোখের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে, বিশেষ করে কর্নিয়ার সমস্যাজনিত দৃষ্টিদূরদর্শিতায়, যেমন- অ্যাস্টিগমাটিজমে এই লেন্স বেশ কার্যকর।

ব্যবহার অনুযায়ী কন্ট্যাক্ট লেন্স ‘ডেইলি ওয়্যার’ ও ‘এক্সটেন্ডেড ওয়্যার’- এই দুভাগে বিভক্ত। ‘ডেইলি ওয়্যার’ লেন্স প্রতিদিন খুলে ফেলতে হয়, আর ‘এক্সটেন্ডেড ওয়্যার’ টানা ৭ থেকে ৩০ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। যদিও দীর্ঘসময় ব্যবহারের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

সঠিক নিয়মে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের জন্য কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। প্রথমে হাত ভালোভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। লেন্সের উপরিভাগ ও ভেতরের অংশ ঠিকভাবে চিহ্নিত করতে হবে। চোখের পাতা এক হাত দিয়ে খুলে রেখে অন্য হাতে লেন্সটি চোখের উপরিভাগে আলতো করে ছোঁয়াতে হবে। লেন্স নিজে থেকে যথাস্থানে বসে গেলে চোখের পাতা ছেড়ে দিতে হবে। খোলার সময় লেন্সটিকে চোখের কালো অংশ থেকে সাদা অংশের দিকে সরিয়ে নিয়ে আঙুল দিয়ে আলতোভাবে চেপে বের করে আনতে হবে। লেন্স পরিষ্কারের জন্য নির্ধারিত সলিউশন ব্যবহার করতে হবে; কখনোই পানি ব্যবহার করা যাবে না। প্রতিদিন পরিষ্কার সলিউশনে লেন্স ভিজিয়ে রাখতে হবে এবং ব্যবহারের আগে পরিষ্কার করে নিতে হবে। লেন্স পরে ঘুমানো যাবে না এবং সাধারণত মেকআপ করার আগে লেন্স পরে নিতে হয়।

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে কিছু জটিলতা দেখা দিতে পারে। কারও কারও জন্য এটি এলার্জির কারণ হতে পারে। কর্নিয়ায় ক্ষত হলে চোখ লাল হয়ে যায়, তীব্র ব্যথা হয়, পানি ঝরে এবং চোখ মেলতে কষ্ট হয়। এমন পরিস্থিতিতে দ্রুত লেন্স খুলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রমণ সাধারণত মেয়াদোত্তীর্ণ লেন্স বা সলিউশন ব্যবহারে হয়। এছাড়া দীর্ঘসময় ব্যবহারে ড্রাই আই বা চোখে শুষ্কভাব দেখা দিতে পারে।

কিছু সতর্কতাও মেনে চলা জরুরি। সাধারণ কন্ট্যাক্ট লেন্স কয়েক ঘণ্টা ব্যবহারের পর খুলে ফেলতে হয়। লেন্স খুলে কনটেইনারে রাখার সময় খেয়াল রাখতে হবে যেন তা সম্পূর্ণভাবে সলিউশনে ডুবে থাকে, না হলে ফেটে যেতে পারে। ফাটা বা দানা পড়া লেন্স ব্যবহার করা যাবে না। মেয়াদোত্তীর্ণ লেন্স বা সলিউশন ব্যবহার একেবারেই বারণ। চোখে শুষ্কভাব, সংক্রমণ বা অন্যান্য কোনো সমস্যা থাকলে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

লেখক : চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল

মার্কস মেডিক্যাল কলেজ, মিরপুর-১৪, ঢাকা

চেম্বার : কনসালট্যান্ট, আইডিয়াল আই কেয়ার সেন্টার, আদাবর, ঢাকা

হটলাইন : ০১৯২০৯৬২৫১২