জাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি

জাবি প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ২২:১৯
শেয়ার :
জাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি। আজ সোমবার সন্ধ্যায় জাকসু’র ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নয়টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নয়টি, সাংস্কৃতিক সম্পাদক পদে নয়টি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে সাতটি মনোনয়ন জমা পড়েছে।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে পাঁচটি, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে ছয়টি, পুরুষ সহ ক্রীড়া সম্পাদক পদে ছয়টি, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ১৪টি, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে পাঁচটি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে নয়টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক ১২টি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতটি, নারী কার্যকরী সদস্য পদে ১৭টি ও পুরুষ কার্যকরী সম্পাদক পদে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

 খসড়া তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। এর আগে জাকসুর বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২৭৬টি। খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়ে ২০টি।

 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, নির্বাচনে প্রার্থীদের আবেদন পড়েছিল ২৭৬টি। এর মধ্যে পরীক্ষা শেষ হওয়া, আবেদন ফরমে অসম্পূর্ণ তথ্য প্রভৃতি কারণে ২০ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।