‎স্ত্রী হত্যা মামলায় ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১৬:২১
শেয়ার :
‎স্ত্রী হত্যা মামলায় ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী শান্তা ইসলামকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৬ বছর পর তার স্বামী বেলাল হোসেন কাজী ওরফে সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন।

‎সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খান মো. জহিরুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করে বলেন, রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ।

‎রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।'

‎মামলার বিবরণী থেকে জানা যায়, সালমান আশুলিয়ার বাইপাইলস্থ একটি সাইকেল ষ্টোরে আর শান্তা গার্মেন্টসে চাকরী করতো। তারা আশুলিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। পারিবারিক কলহের জেরে ২০০৯ সালের ৫ জুন সে শান্তা ইসলামকে গলাটিপে হত্যা করেন।

‎এ ঘটনায় বাড়িওয়ালা সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান ওইদিনই আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সালমানকে অভিযুক্ত করে একই বছরের ১০ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামছুজ্জামান। একই বছরের ৮ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।