‘আমার চেহারা আরও সুন্দর, যার-তার সঙ্গে আমাকে জড়াবেন না’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের প্রস্তুতি ও চেহারা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা। আজ শুক্রবার তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, দেখ ভাই, আমার চেহারা, আমার স্ট্রাকচার আরো অনেক বেশি সুন্দর মাশা আল্লাহ, এসব আলবাল মেয়েদের ছবিতে আমার মুখ বসাইও না প্লিজ। আমার অরুচি লাগে।
আর প্লিজ আল্লাহর ওয়াস্তে সুন্দর হ্যান্ডসাম কোনো একটা ছেলেকে রাখিস পার্টনার হিসেবে। নইলে আমি ক্রিঞ্জ খাইয়া বমি কইরা দিতে পারি। যার তার লগে *** এই অপমান আমাকে করিস না। যতই ফেক হোক।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
মানে বোকাচন্দ্ররা কেনো ভাবে যে এইসব ডিল করার প্রিপারেশন ছাড়া আমি মাঠে নামসি?