জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল বাগছাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। জমাদান শেষে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখা। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে প্যানেলটি ঘোষণা করা হয়।
‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয় বাগছাসের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক (জিএস) পদে বাগছাসের সদস্য-সচিব আবু তৌহিদ মো. সিয়াম, মেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মালিহা নামলাহ ও ছেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাগছাসের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিন আয়ান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোঃ সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মার্জিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), মেয়ে সহ-ক্রীড়া সম্পাদক পদে সাবিকুন্নাহার (পলি), ছেলে সহ-ক্রীড়া সম্পাদক পদে রিং ইয়ং মুরং (রুপম), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে নকিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসান লাবীব, মেয়ে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নাদিয়া রহমান অন্বেষা, ছেলে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কাজী মেহরাব (তুর্য) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জানা গেছে, আগামী ২৮ আগস্ট নাট্য সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে। আন্তর্জাতিক ফুটবলার মাহমুদুল হাসান কিরণের সম্মানে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী দেয়নি বাগছাস।
বিশ্ববিদ্যালয় বাগছাসের আহ্বায়ক ও সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জনকারীদের প্যানেলে নিয়েছি। শুধু দলীয় বিবেচনায় প্যানেল করিনি। আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!