ইসরায়েল ম্যাচের সম্পূর্ণ আয় গাজায় দান করবে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৬:০০
শেয়ার :
ইসরায়েল ম্যাচের সম্পূর্ণ আয় গাজায় দান করবে নরওয়ে

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সাহসী সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত লভ্যাংশ গাজার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছে তারা।

আগামী ১১ অক্টোবর, অসলোয় অনুষ্ঠিত হবে নরওয়ে ও ইসরায়েলের মধ্যকার বাছাই ম্যাচ। এই ম্যাচের টিকিট বিক্রির আয় মানবিক সহায়তায় ব্যবহৃত হবে বলে নিশ্চিত করেছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যেভাবে একতরফাভাবে ভয়াবহ সহিংসতা চালানো হচ্ছে, তাতে আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা সেই সব মানবিক সংস্থাকে অর্থ দিতে চাই, যারা সেখানে জীবন বাঁচাতে এবং জরুরি সেবা দিতে কাজ করছে।’

নরওয়ের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হলেও, ইসরায়েলি ফুটবল ফেডারেশন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে এনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে দেওয়া বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘নিশ্চিত করুন যেন এই অর্থ কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে বা তিমি শিকারে ব্যয় না হয়।’

উল্লেখ্য, তিমি শিকারের জন্য নরওয়ে আগেও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল।

এদিকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল এখন আর ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না। তাদের ‘ঘরের মাঠের’ ম্যাচগুলো হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। যেমন, নরওয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি তারা খেলেছিল হাঙ্গেরিতে, যেখানে ৪–২ গোলে হেরে যায় ইসরায়েল।

বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের ‘আই’ গ্রুপে এখন পর্যন্ত নরওয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ইসরায়েল ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইতালি ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ইতালিয়ান সকার কোচেস অ্যাসোসিয়েশন চায়, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক। তারা ইতিমধ্যে ইতালিয়ান ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছে, যাতে বিষয়টি উয়েফা ও ফিফার কাছে পৌঁছানো হয়। এআইএসি’র ভাষ্য, ‘ইসরায়েলকে অবশ্যই থামতে হবে। ফুটবলকেই এখন অবস্থান নিতে হবে।’

সংগঠনটির সহসভাপতি জিয়ানকার্লো ক্যামোলেজ বলেন, ‘খেলার দিকে শুধু মনোযোগ দেওয়ার সময় এখন নয়। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ থাকা এই মুহূর্তে অনুচিত।’

এমন পরিস্থিতিতে যখন বিশ্ব ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন নরওয়ে ফুটবল ফেডারেশনের মতো পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে—মানবতা আগে।

গাজার সরকারি তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ হাজার ৮৮৫ জনই শিশু।