মেড বাই গুগল নতুন যা কিছু আসছে
গুগল আবারও নতুন প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলতে যাচ্ছে। ‘মেড বাই গুগল’ আয়োজনে প্রতিষ্ঠানটি উন্মোচন করতে চলেছে বহুল প্রতীক্ষিত পিক্সেল ১০ ফোন সিরিজের পাশাপাশি স্মার্ট ঘড়ি ও নতুন ইয়ারবাড। এ বছরের আয়োজনকে ঘিরে প্রযুক্তিমহলে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা, কারণ গোপন রাখার চেষ্টা সত্ত্বেও নতুন ডিভাইসগুলো নিয়ে ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে অনেক তথ্য- রঙ, নকশা, হার্ডওয়্যার বৈশিষ্ট্য থেকে শুরু করে সম্ভাব্য দাম পর্যন্ত। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন- আজহারুল ইসলাম অভি
চারটি নতুন পিক্সেল ১০ মডেল : এবার গুগল একসঙ্গে চারটি পিক্সেল ১০ আনছে- পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। রঙের দিক থেকেও থাকছে নতুনত্ব। নীলচে ধূসর ‘মুনস্টোন’ ও উজ্জ্বল ‘ইন্ডিগো’ রঙ নিয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে।
প্রযুক্তিগত দিক থেকে দেখা যাচ্ছে, সাধারণ পিক্সেল ১০ প্রথমবারের মতো তিনটি ক্যামেরা নিয়ে আসছে, যেখানে থাকবে ৫ গুণ অপটিক্যাল টেলিফটো লেন্স। তবে মূল ও আল্ট্রা-ওয়াইড ক্যামেরার মান কিছুটা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সব মডেলেই যুক্ত হচ্ছে চুম্বকীয় তারবিহীন চার্জ প্রযুক্তি, যা দ্রুতগতির চার্জিং সাপোর্ট করতে পারে। একই সঙ্গে গুগল ‘পিক্সেলস্ন্যাপ’ নামে নতুন এক্সেসরিজ বাজারে আনতে পারে, যা হবে প্রতিদ্বন্দ্বী সংস্থার জনপ্রিয় চুম্বকীয় ব্যবস্থার বিকল্প।
অন্যদিকে পিক্সেল ১০ প্রো ফোল্ড হতে যাচ্ছে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন, যা পূর্ণ ধুলাবালি প্রতিরোধ ও পানিরোধ ক্ষমতা (আইপি৬৮ সার্টিফিকেশন) পেতে পারে। এটি গুগলের প্রকৌশল সক্ষমতার বড় একটি প্রমাণ হয়ে উঠতে পারে।
সফটওয়্যার দিক থেকেও থাকছে পরিবর্তন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে ‘মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ নকশা যোগ হবে, যা আরও রঙিন ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা দেবে। একই সঙ্গে ডেস্কটপ মোড এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচারও উন্মোচন হতে পারে।
দামের দিক থেকে, যুক্তরাষ্ট্রে পিক্সেল ১০ সিরিজের দাম আগের মতোই থাকছে- বেস মডেল ৭৯৯ ডলার সমমূল্য থেকে শুরু, আর ভাঁজযোগ্য সংস্করণ সর্বোচ্চ ১,৭৯৯ ডলার সমমূল্যে পাওয়া যাবে। তবে প্রো এক্সএল মডেলের দাম কিছুটা বাড়তে পারে, কারণ এটি ন্যূনতম ২৫৬ গিগাবাইট স্টোরেজ থেকে শুরু হবে।
নতুন প্রজন্মের পিক্সেল ঘড়ি : প্রতিটি পিক্সেল ফোনের সঙ্গেই নতুন প্রজন্মের পিক্সেল ঘড়ি আসে। এ বছরও ব্যতিক্রম নয়। পিক্সেল ওয়াচ ৪ আসছে দুটি মাপে- ৪১ মিমি ও ৪৫ মিমি। রঙগুলো মিলবে নতুন ফোন সিরিজের সঙ্গে।
সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে চার্জিং পদ্ধতিতে। নতুন ঘড়ি পাশ ফিরে চার্জ হবে, যা দ্রুত চার্জ ও নাইটস্ট্যান্ড মোডের সুবিধা এনে দিতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই ঘড়িটিকে টেবিলে রেখে সময় দেখতে পারবেন।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
দামের দিক থেকেও কোনো পরিবর্তন আসছে না। ওয়াইফাই সংস্করণ পাওয়া যাবে ৩৪৯ ডলার সমমূল্যে এবং এলটিই সংস্করণ ৩৯৯ ডলার সমমূল্যে।
বাজেট ইয়ারবাড : পিক্সেল বাডস ২এ : গুগল এবার বাজেটবান্ধব ইয়ারবাডও আনছে- পিক্সেল বাডস ২এ। দীর্ঘ চার বছর পর আসছে এই সংস্করণ, যা আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি আনছে। প্রতিষ্ঠিত প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এতে যুক্ত হচ্ছে সক্রিয় শব্দ নিয়ন্ত্রণ (অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন) ও স্থানিক অডিও প্রযুক্তি। তবে প্রিমিয়াম সংস্করণের মতো মাথা নড়াচড়া অনুসরণ প্রযুক্তি থাকবে না। ব্যাটারির স্থায়িত্বও কিছুটা কম, একটানা সাত ঘণ্টা এবং কেসসহ মোট ২০ ঘণ্টা।
ইউরোপে এর সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ১৪৯ ইউরো, যা যুক্তরাষ্ট্রে প্রায় ১৪৯ ডলার সমমূল্যে বাজারজাত হতে পারে।
বিক্রির ধাপভিত্তিক পরিকল্পনা : সব পণ্য একই সময়ে বাজারে আসছে না। জানা গেছে, আগস্ট ২৮ তারিখে প্রথমে বাজারে আসবে পিক্সেল ১০, ১০ প্রো এবং ১০ প্রো এক্সএল। তবে প্রো এক্সএল, ওয়াচ ৪ এবং বাডস ২এ আসবে আরও পরে, অক্টোবরের ৯ তারিখে।
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা