নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিপন্ন হতে পারে: দুলু
নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র কখনই খুব একটা মসৃণ ছিল না। এই দেশে বাকশালী মনোভাবা সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার।’
তিনি আরও বলেন, ‘বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। ওপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুত নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার। নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই আবার নির্বাচনও চাই।’
দুলু আরও বলেন, ‘সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার। সামনে নির্বাচন আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই ফ্যাসিস্টের বিচার। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন যদি না হয় বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার। বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে সারাদেশের নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।’
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ অন্যান্য নেতারা।