ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত যুবক(২৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে গাড়ারণ গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকে ওই যুবক গাড়ারণ গ্রামে রেলসড়কের পাশে হাঁটা চলা করছিল। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি এসে পড়লে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।
প্রত্যক্ষদর্শী আল আমীন জানান, আমি সাতখামাইর যাচ্ছিলাম। দূর থেকে ওই যুবক রেল সড়কের পাশে দাড়িয়ে ছিল। ট্রেন আসতে দেখে সে রেললাইনের কাছে চলে যায়। তখন মনে হলো সে হয়তো ট্রেনের নিচে ঝাঁপ দিতে পারে। এরই মধ্যে ট্রেনটি খুব কাছে চলে আসে। তখন ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দেয়। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
রেলওয়ে প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত কিম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুরের কর্তব্যর স্টেশন মাস্টার শামিম উদ্দিন জানান, ট্রেনের নিচে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।