বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

বেরোবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৬:৫৭
শেয়ার :
বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার অনশনের দ্বিতীয় দিনে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। যাদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের ছাত্র আরমান হোসেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম জয় ও মাহিদ ইসলামকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই অনশনে থাকা শিক্ষার্থীদের দেখতে আসেন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

এদিকে, অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।

উল্লেখ্য, গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী আনশনে বসেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাজ, অর্থনীতি বিভাগের আতিকুর,গণিত বিভাগের আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।