আর্টসেলের কাছে সাড়ে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি

রাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৯:২৪
শেয়ার :
আর্টসেলের কাছে সাড়ে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করায় ব্যান্ডদল আর্টসেল ও তাদের ভোকাল লিংকনের কাছে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তিনি আর্টসেলকে ১২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন।

আজ রবিবার সাবেক সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল ও লিংকন আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন। মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।’

তিনি আরও লিখেন, ‘তাদের (আর্টসেল) ম্যানেজারের সঙ্গে কথা বললে সে জানায়, এটাকে সে মিডিয়ার সামনে চাদাঁবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি- নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ মেইনটেইন করে শেষ মূহুর্তে কনসার্ট ক্যান্সেল করছ। তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাদাঁবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স।’

এর আগে গত ১৫ আগস্ট রাবিতে আয়োজিত কনসার্টের আসবে বলে জানায় ব্যান্ড দল আর্টসেল। পরে কনসার্ট শুরুর ১২ ঘণ্টা আগে আসবে না বলে তাদের ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে জানো হয়।