ইসরায়েলের ক্লাবের ম্যাচে বিতর্কিত ব্যানার, তদন্তে উয়েফা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৬:২৪
শেয়ার :
ইসরায়েলের ক্লাবের ম্যাচে বিতর্কিত ব্যানার, তদন্তে উয়েফা

উয়েফা কনফারেন্স লিগ বাছাইপর্বে হাঙ্গেরিতে ইসরায়েলের ম্যাক্কাবি হাইফা ও পোল্যান্ডের রাকুভ চেস্তেহোভার মধ্যকার ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে সমর্থকদের প্রদর্শিত ব্যানার ঘিরে। ফিরতি লেগে রাকুভের ২–০ গোলে জয়ের ম্যাচে ম্যাক্কাবি হাইফার সমর্থকেরা ‘মার্ডারারস সিন্স ১৯৩৯’ বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পোল্যান্ডকে লক্ষ্য করে বলা হয়।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নভরোস্কি ও ইসরায়েলি কূটনীতিকেরা বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাল্টা হিসেবে প্রথম লেগে রাকুভের সমর্থকেরাও ইসরায়েলবিরোধী ব্যানার প্রদর্শন করেছিলেন।

উয়েফা দুই ক্লাবের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে, ‘খেলাধুলার পরিবেশের সঙ্গে বেমানান বার্তা’ ছড়ানোর অভিযোগে। শাস্তি হিসেবে জরিমানা বা স্টেডিয়ামের কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে উয়েফা নিজেও সমালোচনার মুখে পড়েছে। সুপার কাপ ফাইনালে ‘স্টপ কিলিং চিলড্রেন’ ব্যানার ও গাজার দুই শরণার্থী শিশুকে পদক বিতরণে হাজির করায় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও উয়েফার দাবি—এটি বিশ্বের যুদ্ধপীড়িত শিশুদের প্রতি সমর্থন জানাতেই করা হয়েছে।