দেশ থেকে লুট হওয়া অর্থে চারবার বাজেট ঘোষণা করা যেত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৫:৪৯
শেয়ার :
দেশ থেকে লুট হওয়া অর্থে চারবার বাজেট ঘোষণা করা যেত

গত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা থেকে চারবার বাজেট ঘোষণা করা যেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

কুড়িগ্রামের উলিপুরে আজ শনিবার দুপুরে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থীদের এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমরা দেখেছি বিগত সময় যারা সংসদ সদস্য (এমপি) হয়েছে তারা সংসদে গিয়ে গান পরিবেশন করতেন বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি। তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষের কষ্টে উপার্জিত কোটি কোটি টাকার সংসদ যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলার ছিল সেখানে মমতাজ গান গাইতেন। এমন ব্যক্তি এমপি হয়েছিল, যাকে স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরেও সেই স্ক্রিপ্ট দেখে পড়তে তাদের দাঁত ভেঙ্গে যাওয়ার মত অবস্থা হয়েছে। এমন ব্যক্তিরাই সমাজের এমপি হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা থেকে চারবার বাজেট ঘোষণা করা যেত। একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকা শহরে ২০ তলা বিল্ডিং করে অট্টালিকা করে। আপনার আমার কৃষকদের উপার্জিত টাকা দিয়ে তারা এসব করেছে।’

উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহেদী, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান, উলিপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা-উপজেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।