বৃষ্টিতে বেছে নিন উপযোগী জুতা
যদিও বিদায় নিচ্ছে বর্ষা। কিন্তু প্রায়ই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মাথায় ছাতা আর গায়ে রেইনকোট নিলে শরীর না হয় সুরক্ষিত থাকল, কিন্তু জুতা? জুতা জোড়াও তো সুরক্ষিত রাখতে হবে। তাই বৃষ্টিতে বের হওয়ার সময় বেছে নিন উপযোগী জুতা।
আপনি যতই গাড়িতে চলাফেরা করুন না কেন, বৃষ্টির দিনে দুই কদম রাস্তায় হাঁটাহাঁটিই আপনার জুতা জোড়াকে নষ্ট করে দিতে যথেষ্ট। কিংবা কোনো কাজে যাওয়ার জন্য হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, কাদা ছিটে লেগে যাচ্ছে আপনার জামাকাপড়ে। সারাদিন আপনাকে কিন্তু বাড়তি বিড়ম্বনাটুকু নিয়েই কাটাতে হবে। তাই বৃষ্টির এই সময়টা বুদ্ধি করে বেছে নিন জলকাদার জুতা। এতে অনেকটাই রক্ষা পাবেন বিব্রত হওয়া থেকে। জুতাটাও থাকবে সুরক্ষিত।
কাদাজলে জুতসই জুতা
এ মৌসুমের জন্য চামড়া কিংবা কাপড়ের জুতা অনুপযোগী। এ ধরনের জুতা বৃষ্টি জলে দ্রুত নষ্ট হয়। তাই এ মৌসুমে বেছে নিন কৃত্রিম চামড়া, প্লাস্টিক কিংবা রেক্সিনের জুতা। হালফ্যাশনে বর্ষার জুতাগুলো ফরমাল জুতার মতো করেই তৈরি করা হচ্ছে। যা স্বাচ্ছন্দে পরতে পারেন অফিস থেকে ফরমাল যে কোনো অনুষ্ঠানে। এখন রেক্সিন, গামবুট জুতাও বেশ সুবিধাজনক। এসব জুতা সহজে পানিতে নষ্ট হবে না, পাশাপাশি আপনার পা-জোড়াকেও সুরক্ষা দেবে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
প্রবল বর্ষণে বাইরে যেতে হলে পরতে পারেন রবারের কাফ লেংথ রেইন বুট। বাজারে মিলবে বিভিন্ন রঙের পিভিসি প্লাস্টিকের তৈরি অ্যাঙ্ক লেংথ বুটও। হালকা হিল থাকায় এসব জুতায় কাদা ছিটার ভয় নেই।