রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ০৯:০২
শেয়ার :
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রিপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল বৃহস্পতিবার কালুখালী থানা পুলিশের একটি দল কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

তিনি কালুখালী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি। 

জানা গেছে, রিপন শেখ কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের মৃত মতিউর রহমান ওরফে মতিনের ছেলে।

এদিন রাত পৌনে ১১ টার সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।