ঢাবির ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন ছাত্র রাজনীতির একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চাইলে প্রয়োজনে আরও তিনজনকে অন্তর্ভুক্ত করতে পারবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন রেখে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রচলিত ছাত্ররাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ, সাধারণ শিক্ষার্থী এবং অন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করার লক্ষ্যে সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
উল্লেখ্য, এই কমিটির কাজ হবে ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছাত্ররাজনীতির একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন ও সুপারিশ করা। এর আগে গত ১১ আগস্ট অনুষ্ঠিত সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!