শনিবারের মধ্যে হল ছাড়তে হবে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের: জাবি প্রশাসন

জাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
শনিবারের মধ্যে হল ছাড়তে হবে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের: জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী শনিবার দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার প্রভোস্ট কমিটির সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রভোস্ট কমিটির সভাপতি ও বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা সকল প্রভোস্টকে সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ জানিয়েছেন। সময়সীমার মধ্যে হল ত্যাগ না করলে বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম জানান, বর্তমানে বিভিন্ন হলে প্রায় এক হাজার মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ হল ত্যাগ না করলে প্রভোস্ট, ওয়ার্ডেন ও সাংবাদিকদের উপস্থিতিতে তাদের জিনিসপত্র স্টোররুমে রাখা হবে। পরবর্তীতে হল ছাড়পত্র জমা দিয়ে জিনিসপত্র ফেরত নিতে পারবেন শিক্ষার্থীরা।

অধ্যাপক আবেদা সুলতানা জানান, আজ বৃহস্পতিবার সকল প্রভোস্ট তাদের হলের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে চিঠি পৌঁছে দেবেন। চিঠিতে শনিবার দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ থাকবে। নির্দিষ্ট সময় পার হলে রুমের মালামাল প্রভোস্টের জিম্মায় নিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরে ছাড়পত্র জমা দিয়ে মালামাল সংগ্রহ করতে হবে।

এর আগে গত ১০ আগস্ট অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভাতেও ১৬ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।