বিদ্যালয়ের সিঁড়ি থে‌কে প‌ড়ে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৮:৩২
শেয়ার :
বিদ্যালয়ের সিঁড়ি থে‌কে প‌ড়ে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় বিদ্যাল‌য়ের সিঁড়ির রেলিং থে‌কে প‌ড়ে তৃতীয় শ্রে‌ণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত দেবী রাণী দাস ইটনা উপজেলার রমারাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম।

তিনি আমাদের সময়কে বলেন, ‘গতকাল রবিবার দুপুরে টিফিন টাইমে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। এ সময় তৃতীয় শ্রেণির দেবী রাণী দাস খেলাধুলার সময় দোতলায় ওঠার সিঁড়ির রেলিংয়ে থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত ওই শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

মজিব আলম আরও বলেন, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। ঢাকা নেওয়ার পথে ওইদিন রাত ১১টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।’