স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বর্ষাবিদায় অনুষ্ঠান
বর্ষার বিদায়ে আমাদের মনে এক নতুন সুর সৃষ্টি করে। এটি প্রকৃতির এক পরিবর্তনশীল রূপ, যা আমাদের জীবনেও পরিবর্তন ও নতুনত্বের আগমন ঘটায়। তারই প্রভাব পড়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির আঙিনায়। আজ শনিবার বাংলা ২৫ শ্রাবণ ১৪৩২ স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, বর্ষা বিদায় উপলক্ষে ‘আষাঢ়ের আলাপন’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাহিত্য ফোরামের কনভেনর শারমিন সিদ্দিকী সোমা। অনুষ্ঠানে ‘বাংলা সাহিত্যে বর্ষা’ বিষয়ে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও ফোরামের উপদেষ্টা জাকিয়া নূর মতিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামটির আরেক উপদেষ্টা ইলেকট্রিকেল এ্যান্ড ইলেকট্রনিকস ডিপার্টমেন্টের শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী।
আষাঢ়ের আলাপন শীর্ষক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কাব্যনাট্য প্রযোজনা ‘আষাঢ়ের আক্ষেপ’ অনুষ্ঠানের লেখালেখি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সাহিত্য ফোরামের পক্ষ থেকে সনদ বিতরণ করা হয় এবং এক ঝাঁক নতুন সদস্যকে বরণ করে নেয় ফোরামের পুরোনো সদস্যরা।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!