আপন ভাইকে হলের সদস্যসচিব পদ দিলেন ঢাবি ছাত্রদল সম্পাদক

ঢাবি প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
আপন ভাইকে হলের সদস্যসচিব পদ দিলেন ঢাবি ছাত্রদল সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটিতে সদস্যসচিব হিসেবে নিজের আপন ছোট ভাই মো. মাহদীজ্জামান জ্যোতিকে দায়িত্ব দেওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের বিরুদ্ধে।

আজ শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানেই স্যার এ এফ রহমান হলের সদস্যসচিব হিসেবে জ্যোতির নাম প্রকাশিত হয়।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না বলেন, ‘২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুট-বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলন পরবর্তী বিশাল বিশাল সুযোগ সুবিধার প্রস্তাবনা পাওয়া স্বত্ত্বেও মা, মাটি, মানুষ ঘিরে নিজের আদর্শ বিক্রি করিনি। অথচ আজকে আমার ত্যাগ, তিতিক্ষা ও বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নেপোটিজম করে তার নিজের আপন ছোট ভাইকে আমার জায়গায় বসিয়ে। চমৎকার!’

জানা গেছে, মো. মেহেদী হাসান মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২২ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে মো. মাহদীজ্জামান জ্যোতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই।

ছাত্রদলের একটি সূত্র অভিযোগ করে জানায়, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্যার এ এফ রহমান হল কমিটিতে নিজের ছোট ভাই মো. মাহদীজ্জামান জ্যোতিকে সদস্যসচিব হিসেবে রাখার বিষয়ে জোর তদবির করেন। তাকে সদস্যসচিব করা না হলে শিপন কমিটির অনুমোদনের প্যাডে স্বাক্ষর করবেন না—এমন হুমকিও দেন। এ পরিস্থিতিতে ১৮টি হল কমিটি ঘোষণার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়। অবশেষে বৃহত্তর স্বার্থে এবং অন্যান্য হল কমিটির বিষয় বিবেচনায় শিপনের দাবির কাছে ‘ছাড়’ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে একাধিকবার ফোন দেওয়া কল হলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতন একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়াতে একই পদের জন্য একাধিক যোগ্য কর্মী থাকার কারণে সকলকে তার কাঙ্ক্ষিত পদে দায়িত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমাদের হল কমিটিসমূহ গঠনের ক্ষেত্রে এরকম অনেক কঠিন ও কষ্টকর সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে। আমরা আশা করব সকলেই দল ও আদর্শের প্রতি নিষ্ঠাবান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।’