টঙ্গীতে ভ্যানগাড়ি থেকে পড়ে ডেলিভারী ম্যানের মৃত্যু
টঙ্গীতে বেকারীর প্রস্তুতকৃত মালামাল সরবরাহের ভ্যানগাড়ি থেকে পড়ে মো. লিটন (১৫)নামে বেকারীর ডেলিভারী ম্যানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর গাজীপুরা সাতাইশ স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
মৃত লিটন লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভেলাবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ স্কুলের পাশে বেকারীর প্রস্তুতকৃত মালামাল সরবরাহের ভ্যানগাড়ী থেকে পড়ে ডেলেভারী ম্যান লিটন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।