উপাচার্যের গাড়ি অবরোধ করলেন ছাত্রদল নেতাকর্মীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অগ্রাধিকারের অভিযোগে উপাচার্যের গাড়ি অবরোধ করেছেন শাখা ছাত্রদলের নেতারা।
আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস আলোচনা সভা বর্জন করে অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সভাস্থল ত্যাগ করার সময় তার গাড়ি অবরোধ করেন তারা।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, জুলাইয়ে বিভিন্ন সভা-সেমিনার করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ লাখ টাকা বাজেট দিয়েছে। এমনকি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধাজ্ঞা দিয়ে বৈষম্যবিরোধী নেতাদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘পাঁচ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ছিল দলমত নির্বিশেষে সবার। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তারা যখন রাজনীতি কার্যক্রম শুরু করে, তখনই এই ব্যানার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সবকিছুতে সুবিধা দিচ্ছে। গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ছাত্র উপদেষ্টার মাধ্যমে টাকা নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ১৫২ জন ছাত্র শহিদ হয়েছেন। কিন্তু পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছু দিন আগেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে অনুষ্ঠানে বক্তব্যে দেওয়ার সুযোগ করে দেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘সব ধরনের সভা সমাবেশে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। কোনো একক দল বা গোষ্ঠীকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় না। আজকের প্রোগ্রামের জন্যও গতকাল সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। তারপরও কেউ যদি প্রোগ্রামে না আসে তাহলে আমাদের কিছু করার থাকে না।’