গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আড়াই মাস বয়সী শিশু রায়হান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম।
দগ্ধ শিশুর বাবা মো. রায়হান (২৫) এবং মা হাফিজা আক্তার (২০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
জানা গেছে, গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের কামারগাঁও পূর্বপাড়া এলাকার একটি বাসায় দুধ গরম করার সময় রান্নার চুলার আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ দিয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ওই তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রায়হানের মৃত্যু হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার সময় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই লিকেজ হয়ে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।