ছাত্রদল নেতাকে হত্যার হুমকি বিএনপি নেতার, অডিও ভাইরাল
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের সহযোগী ও সমর্থকদের পদ পদবী দেওয়ায় সমালোচনা করে চরম বিপাকে পড়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতা। সুনামগঞ্জের শাল্লা উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সহযোগী ও সমর্থকদের পদ পদবী দেওয়ার বিষয়ে ফেসবুকে সমালোচনা করায় শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ একই উপজেলার ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকারকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতের এ ঘটনার অডিও আজ শনিবার সকালে ফেসবুকে পোস্ট করেছেন ভুক্তভোগী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার। সঙ্গে সঙ্গে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদও প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে ফেসবুকে লিখেছেন। এ ঘটনার পর থেকে সিরাজুল ইসলামকে নিয়ে সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ বলেন, ‘শাল্লা উপজেলার ইউনিয়ন কমিটিগুলোতে আওয়ামী লীগের সহযোগী ও সমর্থক বলে পরিচিত অনেক ব্যক্তিকে জায়গা দেওয়া হয়েছে, যা প্রমাণ করে দলীয় আদর্শ থেকে সরে গিয়ে সুবিধাভোগীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমি ছাত্রদলকর্মী হিসেবে বিগত বছরগুলোতে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা ও ত্যাগের জায়গা থেকে আমি কোনোভাবেই দালাল ও অবাঞ্ছিত ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটিগুলো মেনে নিতে পারছি না। আমি এই অন্যায়ের প্রতিবাদ করে আসছি।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে, আমার এই ন্যায়সঙ্গত প্রতিবাদ এখন আমার জীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার জীবন আজ চরম ঝুঁকির মুখে। যে কোনোভাবে প্রাণনাশের শিকার হতে পারি।’
রোমান আহমেদ আরও বলেন, ‘কমিটি নিয়ে ফেসবুকে সমালোচনা করায় হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন ফেসবুকে আমাকে হুমকি দিয়েছেন, তার ভাতিজা মেহেদী হাসান ম্যাসেঞ্জারে হুমকি দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়কের হুমকির বিষয়টি আমি জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদককে লিখিতভাবে অবগত করেছি। তাদের হোয়াট্সআপে লিখিত অভিযোগ পাঠিয়েছি।’
উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার বলেন, ‘যারা গত ১৫ বছর কোনো আন্দোলনে ছিল না, তাদেরকে বিএনপির পদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে লিখায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বাড়ি থেকে ধরে নেওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি আমি জেলা বিএনপির নেতৃবৃন্দকে অবগত করব।’
রোমান আহমেদের কথার সঙ্গে একত্ব প্রকাশ করে সাগর সরকার বলেন, ‘হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন ও আটগাঁও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জালাল মিয়া গত ১৫ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না। অথচ তাদেরকে পদ পদবী দেওয়া হয়েছে। এভাবে আরও অনেকেই পদ পদবী পেয়েছেন।’
তবে অভিযোগের বিষয়ে হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন বলেন, ‘আমি কাউকে হুমকি-ধামকি দেইনি। আমার ভাতিজা কাউকে হুমকি দিয়েছে বলে আমার জানা নেই। রোমানই আমার বিরুদ্ধে ফেসবুকে নানা লেখালিখি করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আগে যুবদলের সদস্য ছিলাম।’
ব্যস্ত আছেন জানিয়ে হুমকির বিষয়টি অস্বীকার করে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘সাগর ও রোমান আমাদের দলেরই লোক। ফেসবুক আমি ভাল বুঝি না।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
তবে জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুল হক বলেন, ‘হোয়াট্সআপে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। জুনিয়রদের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। বিষয়টি দলীয়ভাবে দেখা হবে, তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’