কাপাসিয়ায় নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
কাপাসিয়ায় নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ভাইড়াল বিলে শাপলা তুলতে এসে নৌকা থেকে পড়ে গিয়ে সাঁতার না জানা দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ৫ জন এসে একটি নৌকা নিয়ে শাপলা তুলতে বিলে নামেন। ৫-১০ মিনিট ভ্রমণের পর নৌকাটি শাপলা বিলে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা হয়তো সাঁতার জানতেন না, ফলে পানিতে তলিয়ে গিয়ে দুই বন্ধু মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান এবং দুজনের মরদেহ উদ্ধার করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত একজনের নাম বায়েজিদ বলে জানা গেছে।