জাবিতে দেশের প্রথম জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন

সাভার প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১২:০২
শেয়ার :
জাবিতে দেশের প্রথম জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন

"রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ" স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান। উদ্বোধন শেষে তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রাণ হারানো শহীদদের স্মরণে আন্দোলনরত শিক্ষার্থীরা এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ তাদের অদম্য সাহস, দৃঢ়তা ও সাম্যের জন্য লড়াইয়ের প্রতীক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।