ইউআইটিএসের সঙ্গে আইয়নআইডিয়ার চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি
২৯ জুলাই ২০২৫, ১৬:১২
শেয়ার :
ইউআইটিএসের সঙ্গে আইয়নআইডিয়ার চুক্তি স্বাক্ষর

আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন ও অ্যাক্রিডিটেশন প্রস্তুতির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইয়নআইডিয়া। এ সময় তাদের উন্নত সফটওয়্যারে উপর এক অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে।

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এবং আইইবির বিএইটিইর মানদণ্ড অনুযায়ী ওবিই বাস্তবায়নে সহায়ক এই প্রশিক্ষণ পরিচালনা করেন ভারতের আইয়নআইডিয়ার হেড অব সেলস মো. আব্দুল কলিম এবং সফটওয়্যার টিম লিডার বিনয় হাভালাদ।

ইউআইটিএস গত বুধবার দুপুর ২টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন এবং অ্যাক্রিডিটেশন প্রস্তুতির লক্ষ্যে আইয়আইডিয়ার উন্নত সফটওয়্যারের ওপর একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। কলিম স্বাগত বক্তব্য দেন এবং সফটওয়্যারের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

আউটকাম বেজড এডুকেশন ও অ্যাক্রিডিটেশন রেডিনেসে সহায়ক আইয়নকুডোস সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত। যা ওবিই বাস্তবায়নের প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সম্মুখীন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি মূলত পাঠ্যক্রম নকশায় সহায়তা করে, যা শিক্ষকগণকে উপযুক্ত পাঠ পরিকল্পনা তৈরি, কোর্স আউটকাম নির্ধারণ এবং সেগুলিকে প্রোগ্রাম আউটকামের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম করে। আইয়নকুডোস সফটওয়্যার ওবিই অনুশীলনের প্রাতিষ্ঠানিকীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি, ডেটা ইনপুট অপ্টিমাইজ, গণনার মানসম্মতকরণ, উন্নয়নের ক্ষেত্র শনাক্তকরণ এবং সময়মতো সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতে সহায়তা করে। পরে বিনয় ইউআইটিএসের জন্য আইয়নকুডোস প্রশিক্ষণ পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সকল অনুষদের ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) সদস্যবৃন্দ, সকল প্রোগ্রাম সেলফ এসেসমেন্ট কমিটি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

আইয়নআইডিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইউআইটিএসে আইয়নকুডোস সফটওয়্যার বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হলো। ইউআইটিএস এখন ওবিই সফটওয়্যার বাস্তবায়নের জন্য আইয়নকুডোস ব্যবহারকারী বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

প্রাথমিকভাবে সফটওয়্যারটি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বাস্তবায়িত হবে, যেগুলো বর্তমানে বিএসি, বিএইটিই এবং আইইবির স্বীকৃতি প্রক্রিয়ায় রয়েছে।

এই সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইউআইটিএস তার প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন, পাঠ্যক্রমের উৎকর্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির মানদণ্ডে উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ।