সাবেক এমপি পিন্টু মারা গেছেন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৮:০৪
শেয়ার :
সাবেক এমপি পিন্টু মারা গেছেন

নেত্রকোণা-৩ আসনে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আজ সোমবার দুপুরে ঢাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন তিনি।

তিনি স্ত্রী-তিন সন্তানসহ ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী বন্ধুবান্ধব রেখে গেছেন। তিনি সফল রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তি হিসাবে সমধিক পরিচিত ছিলেন।

ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ২০১৪ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও পরে সতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।