নায়ক জসীমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল
প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল আর নেই। রক ব্যান্ড ওউনড’র ভোকালিস্ট ছিলেন তিনি। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই মারা যান তিনি। গতকাল বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, আজ সোমবার সকাল ৮টায় বনানীর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা জসীমের কবরেই দাফন করা হয় রাতুলকে।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
রাতুল প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজো ছেলে। দুই ভাইয়ের মধ্যে এ কে রাতুলও সংগীতশিল্পী হিসেবে পরিচিত। আরেক ভাই এ কে সামী একজন ড্রামার। রাতুলের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের সংগীতশিল্পী ও তার ভক্ত-শ্রোতারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। শ্রোতামহলে নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তারা। ২০১৪ সালে তাদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কির জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট