নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসীমের ছেলেও জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রতুল আর নেই। আজ রবিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর এক জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড সদস্য সিয়াম।
তিনি বলেন, ‘জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে তাকে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
সিয়াম জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তার দাফনের সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। শ্রোতামহলে নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তারা। ২০১৪ সালে তাদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কির জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট