রাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘একদফা এক দাবি, মানতে হবে মানতে হবে’, ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘দিতে হবে রোডম্যাপ, দফা এক দাফা দাবি এক’, ‘তোমার আমার অধিকার, রাকসু রাকসু’, ‘শিবিরের অঙ্গিকার, রাকসু রাকসু’, ‘চলছে জুলাই চলছে, ছাত্রশিবির লড়বে’ এসব স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে রাকসু। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিনিধি রাকসুর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। রাকসুতে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে সিনেটের মেম্বার হয়। তারা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে সেখানে কাজ করতে পারে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় বাজেটের প্রায় ৭৫ শতাংশের উপর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সবচেয়ে বড় স্টেইক হলো- শিক্ষার্থীদের জন্য মাত্র ২৩-২৪ শতাংশ বাজেট বরাদ্দ থাকে। ছাত্র প্রতিনিধিরা গেলে আমরা মনে করি এসব সমস্যার সমাধান করতে পারবে।’
আরও পড়ুন:
রাজশাহীর সড়কে গেল ৪ জনের প্রাণ