সবার জন্য প্রযুক্তি নিশ্চিতে ডিজিটাল বৈষম্য বন্ধের আহ্বান: হাকিকুর রাহমান
জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটির গুরুত্বপূর্ণ অধিবেশনে বৈশ্বিক ডিজিটাল বৈষম্য বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষক প্রফেসর ড. হাকিকুর রহমান। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আন্তর্জাতিক অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
আলোচনায় ড. রহমান ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গ্রামীণ সংযোগ, নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণ, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তি ব্যবহারের সুযোগ প্রসারের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘সবার জন্য প্রযুক্তি নিশ্চিত না করা গেলে ডিজিটাল বৈষম্য বাড়বে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে না।’
এই অধিবেশনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ড. হাকিকুর রহমানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও নেতৃত্বকে তুলে ধরেছে। আগামী দিনের প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের পথে বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি