নিহত মাইলস্টোনের ছাত্রী হুমায়রার বাড়িতে শোকের মাতম

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৪:০৫
শেয়ার :
নিহত মাইলস্টোনের ছাত্রী হুমায়রার বাড়িতে শোকের মাতম

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মেহেনাজ আক্তার হুমায়রা মৃত্যুতে শোকের মাতম চলছে। হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকার দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে। হুমায়রার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। 

বিমান বিধ্বস্তের ঘটনায় দেলোয়ার হোসেন প্রাণে বেঁচে গেলেও মেয়ে মারা যায়। হুমায়রার চাচাত ভাই কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হুমায়রার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হতেয়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। শিক্ষা জীবন শেষ করে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। প্রায় ১০ বছর আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে উত্তরার একটি ফ্ল্যাটে থাকতেন। কলেজে শিক্ষকতার সুবাদে তাদের একমাত্র মেয়ে মেহেনাজ আক্তার হুমায়রা মাইলস্টোন স্কুলেই পড়তো। এবার সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ছুটি পেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে দেলোয়ার হোসেন গ্রামের বাড়িতে আসতেন। হুমায়রার মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন অনেকেই ওই বাড়িতে ভিড় করছেন। এলাকায় শোকের মাতম চলছে।