উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সান্টু, সম্পাদক হুমায়ুন
বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন খানের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম শামসুদ্দোহা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সন্টুকে সভাপতি ও সদস্যসচিব মো. হুমায়ুন খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে উজিরপুর পৌর বিএনপির কাউন্সিল চলমান রয়েছে। কাউন্সিল শেষে গণতান্ত্রিক উপায়ে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের