নির্বাচন বন্ধ করার গভীর চক্রান্ত চলছে: খায়রুল কবির খোকন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ১৮:৫৭
শেয়ার :
নির্বাচন বন্ধ করার গভীর চক্রান্ত চলছে: খায়রুল কবির খোকন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘একটি চক্র গোপালগঞ্জের ঘটনা সোহাগ হত্যার ঘটনায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চাচ্ছে। এর মাধ্যমে তারা নির্বাচনকে বিপন্ন করা, দীর্ঘায়িত করা ও নির্বাচনকে বন্ধ করে দেশে আবার একটি জরুরি অবস্থা জারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যারা দেয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ শুক্রবার দুপুরে রায়পুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ডা. সজীব সরকারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে জুমার নামাজের পরপরই শহীদ ডা. সজীব সরকারের কবরে ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘অত্যাচার, অবিচার, নিপীড়ন, গুম, হত্যার পর আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। কোনো অবস্থাতেই যেনো শহীদের রক্ত বৃথা না যায়। যারা আন্দোলন করে আমাদের মুক্ত করে দিয়েছে তাদের সম্মান করতে হবে। তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিলো, এখন দশ মাস পার হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা.মুহাম্মদ ইউনুস যখন লন্ডনে তারেক রহমানের সাথে বিশেষ বৈঠক করেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন করার কথা জানিয়েছেন তখন জনগন একটু স্বস্তি পেয়েছি। কিন্তু এতে কয়েকটি দলের মাথা বিগড়ে যায়।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, নরসিংদী জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, রিয়াদ বিএনপি সভাপতি হামিদুল হক শামীম, রায়পুরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভা সাবেক মেয়র আব্দুল কুদ্দুস সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।