ইসমাইল চৌধুরী সম্রাটের বিচার শুরু

আদালত প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫, ২১:১৪
শেয়ার :
ইসমাইল চৌধুরী সম্রাটের বিচার শুরু

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। একইসঙ্গে এ আসামি আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এ আদেশ দিয়েছেন। চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটিতে ইসমাইল চৌধুরী সম্রাটের বিচার শুরু হলো।

মামলার নথি থেকে দেখা যায়, আজ মামলাটি চার্জ গঠনের জন্য তারিখ ধার্য ছিল। সম্রাট অসুস্থ উল্লেখ করে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা সময় আবেদন করেন, কিন্তু দুদকের প্রসিকিউটর চার্জ গঠনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। 

২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সম্রাট জামিন পেয়ে কারামুক্ত হন। বিগত কয়েক বছর ধরে মামালাটি চার্জগঠনের পর্যায়ে থাকলেও তখন সময় আবেদন মঞ্জুর করে আসছিলেন আদালত। তাই মামলাটির বিচার থমকে ছিল। বৃহস্পতিবার চার্জগঠন হওয়ার মাধ্যমে মামলার বিচার শুরু হলো।