আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে গায়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার আসামিদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়ার মৃত জব্বার শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল শেখ (৫২), উত্তর দৌলতদিয়ার সোহরাব মণ্ডল পাড়ার মৃত আবজাল শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়নের কৃষক লীগের সাবেক সহসভাপতি মো. রুবেল শেখ (৩৪), দৌলতদিয়া শাহাদাত মেম্বর পাড়ার মো. তারা শেখের ছেলে দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি মো. ছাত্তার শেখ (৩৮), নবুওসিমুদ্দিন পাড়ার মৃত সৈয়দ আলী শেখের ছেলে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা (৬০), নিলু শেখের পাড়ার মো. আবেদ সর্দারের ছেলে যুবলীগের সাবেক কর্মী মো. মামুন সর্দার (৩৭)।
থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি বর্ষণ ও হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের