ছাদ থেকে পড়ে মৃত্যু /
‘ক্ষমা চেয়ে’ ফেসবুকে স্ট্যাটাস, যা লিখেছেন ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সঞ্জয় বাড়াইক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
এর আগে গতকাল সোমবার রাত ১২টা ৮ মিনিটে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে আসেন। পরিচ্ছন্নতার কাজ করতে এসে এক পরিচ্ছন্নতাকর্মী বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে রয়েছে। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এদিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জগন্নাথ হলের মৃত শিক্ষার্থী সঞ্জয় বাড়াইককে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।তিনি হাসপাতালের চিকিৎসক এবং মৃত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।