ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

প্রযুক্তি সময় ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত আনা সম্ভব। ডিলিট করা বা মুছে ফেলা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়।

রিসেন্টলি ডিলিটেড ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

# প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন।

# এরপর নিচের ডানদিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

# এবার ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক লাইন’-এ ট্যাপ করুন।

# পরের পেজে ‘ইউওর অ্যাকটিভিটি’ বাটনে ট্যাপ করুন।

# নিচের দিকে স্ক্রল করলেই ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে পাবেন।

এই ফোল্ডারে ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।

মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

# ওপরের পদ্ধতি অনুসরণ করে ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে বের করুন।

# এর পর ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন।

# এর ফলে ‘সেভ’, ‘ডিলিট’ ও ‘রিস্টোর’ অপশন দেখা যাবে।

পোস্টটি ফিরে পেতে ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।