খালেদা জিয়াকে বিষ প্রয়োগে মারতে চেয়েছিল পাশের দেশ: নাসের রহমান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওই পাশের দেশটি বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল। এটা কিন্তু সত্য ঘটনা। এটা আরেকটা পরাশক্তি ধরে ফেলছিল। ভারতীয় সেনাবাহিনীর মেজর কারারক্ষী হিসেবে ওই জেলখানায় ঢুকেছিল এক বছর যাবত। সেনাবাহিনীর মেজর র্যাংকের। তার কাজ ছিল ইসরায়েল যেভাবে ইয়াসির আরাফাতকে বিষ খাইয়ে মেরে ফেলছিল, ওই সেম বিষ অ্যাপ্লাই করার। তা ধরা পড়ে যায় এক মাস যাওয়ার পর পরই, কিন্তু ওই বিষ কিছু ক্রিয়া করায় বেগম জিয়ার লিভারে অ্যাফেক্ট হয়ে যায়।’
যুক্তরাজ্যের লন্ডনে হোয়াইট চ্যাপল মাইদা গ্রিল হল রুমে সম্প্রতি যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসের রহমান বলেন, ‘এই হাসিনা ডাইনি বলেছিল, যারা মদ খায় তাদের লিভার সিরোসিস হয়। অথচ এই হাসিনা বিষ খাইয়ে ছিল বলেই ম্যাডামের (খালেদা জিয়া) লিভার সিরোসিস হয়েছে। আমি জানি না আল্লাহ তায়ালা কোন আটটা দোজখ রাখছেন হাসিনার জন্য। হয়তো হাসিনার জন্য নবম দোজখ ঠিক করবেন। এই বিষক্রিয়ার জন্য বেগম জিয়া শারীরিকভাবে দুর্বল হয়েছেন। নইলে তিনি এতটা দুর্বল হয়ে যাওয়ার কথা ছিল না। এখন লন্ডনে ভাল চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা ভাল এবং সুস্থ আছেন।’
তিনি বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশটা এ পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নয়া রাজনৈতিক দিগন্তের দিকে অগ্রসর হবে। তবে এ কথা ভুলে গেলে হবে না, যার সেক্রিফাইসের জন্য আমরা এ দেশটায় নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি, তিনি হলেন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। জীবনে সবচেয়ে বড় সেক্রিফাইজ তিনি করেছেন। আমরা কথায় কথায় সবাই ত্যাগী নেতা বলে থাকি, অথচ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি যে ত্যাগ শিকার করেছেন তা ভোলার মতো নয়।’
সোয়ালেহীন করিম চৌধুরী ও সফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিস। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কদ্দুস চৌধুরী শায়েস্তা, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম শেলুন, যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার জেলার সভাপতি শাহ সাইফুল আখতার লিখন।